কুমিল্লায় আগুনে পুড়ল ১৯ দোকান
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার বাগমারা বাজারে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে গেছে। ছবি : এনটিভি
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় একটি বাজারে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাগমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ২টার দিকে বাগমারা বাজারের একটি দোকানে হঠাৎ আগুন লাগে। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে।
খবর পেয়ে কুমিল্লা, লাকসাম ও নাঙ্গলকোট থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে বেশ কয়েকটি গার্মেন্টস সামগ্রী, ওষুধ ও মনিহারির দোকান রয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে তাঁদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা