ভুয়া প্রশ্নপত্রের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর সঙ্গে জড়িত থাকার দায়ে চার কিশোরকে আটকের পর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের বৈরাগী মোড় এলাকা থেকে চারজনকে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের এ অর্থদণ্ড প্রদান করেন। চারজন মোট এক লাখ টাকা দিয়ে ছাড়া পায়।
দণ্ডপ্রাপ্তরা হলো—জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার ধ্রুব দাস (১৬), একই এলাকার আরমান অভি (১৭), অর্ণব খন্দকার (১৭) ও দীপ দাস (১৬)। এরা সবাই উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজমল হোসেন বলেন, চার কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ব্যবহার করে এসএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্নপত্র দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সন্ধ্যায় চারজনকে আটক করা হয়।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী হাকিম মো. শাহরিয়ার হকের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। হাকিম প্রত্যেকের ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করেন।’
র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘বয়স, পারিবারিক ও সামাজিক মর্যাদা এবং মানবিক দিক বিবেচনা করে কারাদণ্ডাদেশের পরিবর্তে শুধু অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।’

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট