ভোলায় লঞ্চে ককটেল নিক্ষেপ
ভোলায় যাত্রীবাহী লঞ্চে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় ভোলার খেয়াঘাটে ভোলা-ঢাকা রুটে চলাচলকারী দিঘলদী লঞ্চে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান মনির এনটিভি অনলাইনকে জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
লঞ্চঘাটের ঘাট ব্যবস্থাপক মো. খোকন ও লঞ্চযাত্রী মো. লিটন জানান, লঞ্চটি খেয়াঘাট থেকে ছাড়ার পর নদীর পাড় থেকে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত হয়ে বিকট শব্দে লঞ্চের সামনের ডান পাশে আঘাত করে।

মো. আফজাল হোসেন, ভোলা