বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সাহিদের মৃত্যুবার্ষিকী আজ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুস সাহিদের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ৩১ আগস্ট সোমবার।
এই উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সোমবার সকালে শেরপুরে কবর জিয়ারত ও তাঁর কালাইশ্রী পাড়ার বাসভবন সাহিদ ফাতেমা গার্ডেনে (এসএফ গার্ডেন) পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বহু ইতিহাসগ্রন্থের প্রণেতা অধ্যাপক সাহিদের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আধুনিক ইউরোপের ইতিহাস একটি উল্লেখযোগ্য গ্রন্থ। তিনি এনটিভির ব্রাহ্মণবাড়িয়ার স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুর বাবা।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া