ঝিনাইদহে শিশু মনিরা হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
ঝিনাইদহে শিশু মনিরা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে নিহতের স্বজন ও গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন মনিরার বাবা রমজান আলী। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, এ হত্যা মামলার আসামিরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের নানাভাবে হুমকি দিচ্ছে। আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
গত ৭ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগর গ্রামের শিশু মনিরা খাতুনকে (৫) অপহরণ করা হয়। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
চারদিন পর ১১ জুলাই গ্রামের একটি পাটক্ষেত থেকে এসিডে ঝলসানো এবং হাত-পা কাটা অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলায় ১২ আসামির মধ্যে এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ