মানিকগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ চর মকিমপুর এলাকায় প্রতিবেশীর বাড়ির পাশে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মাজেম বেপারী (৪৫)।
মাজেম বেপারীর ভাই আনোয়ার বেপারীর অভিযোগ, প্রেমের সম্পর্কের জের ধরে মাজেমকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর ভাই কাঁচামালের ব্যবসা করতেন।
আনোয়ার আরো বলেন, প্রতিবেশী দুখাইয়ের স্ত্রীর সঙ্গে তাঁর ভাইয়ের সম্পর্ক ছিল। দুখাই বিদেশে থাকেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আজ মঙ্গলবার সকালে দুখাইয়ের বাড়ির পাশে মাজেমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ওসি জানান, লাশের মুখে ছুরিকাঘাত ও গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ