সমাপনী পরীক্ষার আগেই নিভে গেল জীবনপ্রদীপ
স্বপ্ন ছিল সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আলোর পথে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার। কিন্তু সে স্বপ্ন পূরণ হলো না আরজিনা খাতুনের। মডেল টেস্ট পরীক্ষা দিয়ে ফেরার পথেই অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল তার।
আজ বুধবার বিকেলে জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের ধনীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরজিনা ধনীপাড়ার আবুল কালামের মেয়ে। সে স্থানীয় দক্ষিণ গাইঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানায়, দুপুরে বোদা উপজেলার বামাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পঞ্চম শ্রেণির গণিত বিষয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে যায় আরজিনা। বিকেলে পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিল সে। বাড়ির কাছেই অটোরিকশা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় পঞ্চগড় থেকে রংপুরগামী ‘মা বাবার দোয়া’ নামের একটি বেসরকারি অ্যাম্বুলেন্স দ্রুতগতিতে তাকে ধাক্কা দেয়। মুহূর্তে সড়কের ওপর ছিটকে পড়ে যায় আরজিনা। মাথায় প্রচণ্ড আঘাত পায় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আকরামুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরজিনার বড় ভাই ফরিদুল ইসলাম বলেন, ‘অ্যাম্বুলেন্সটি একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে রং সাইডে এসে আমার বোনকে ধাক্কা দেয়। আমার বোনটি আর সমাপনী পরীক্ষা দিতে পারল না। আমি ওই অ্যাম্বুলেন্সচালকের বিচার চাই।’
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম অ্যাম্বুলেন্সের ধাক্কায় স্কুলছাত্রী আরজিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়