চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল নারীকে ধর্ষণ, দুজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে এক সাঁওতাল নারীকে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে চাঁপাইনবাগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল ২-এর বিচারক জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলো সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মোড়ের বাসিন্দা আরিফুল ইসলাম (৩৪) ও একই ইউনিয়নের আমধ্বনী ডাঙ্গা গ্রামের জিয়ারুল (৩৬)।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আঞ্জুমান আরা মামলার বিবরণীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ২৯ নভেম্বর আতাহার জুবিডাইং এলাকায় এক সাঁওতাল নারীকে বাড়ি থেকে অপহরণের পর ধর্ষণ করা হয়। এ ঘটনার পরের দিন ওই নারী বাদী হয়ে সদর থানায় আরিফুল ও জিয়ারুলের নামে মামলা করেন।
আঞ্জুমান আরা বলেন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ২০১৫ সালের ২২ মার্চ আদালতে অভিযোগপত্র দেন। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই দণ্ডাদেশ দেন বিচারক।
এপিপি বলেন, একই মামলায় অপহরণের দায়ে আরিফুল ও জিয়ারুলকে ১৪ বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও উভয়কে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ