চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের পদক বিতরণ
চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ভবনে গতকাল শনিবার বিকেলে ৩৪তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত অতিথিরা। ছবি : এনটিভি
চিকিৎসা ও সেবায় অবদানের জন্য পদক বিতরণ করেছে সেবাধর্মী প্রতিষ্ঠান ‘মা ও শিশু হাসপাতাল’। চট্টগ্রামের আগ্রাবাদে হাসপাতালের নবনির্মিত ভবনে গতকাল শনিবার বিকেলে ৩৪তম বার্ষিক সাধারণ সভায় চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এসব পদক বিতরণ করা হয়।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ। বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহসভাপতি এস এম মোরশেদ হোসেন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। সভায় হাসপাতালের আজীবন সদস্যরা অংশ নেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম