শিক্ষার্থীর শরীরের ওপরে হাঁটায় ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ শুক্রবার সকালে রাজধানীর ব্যানবেইস মিলনায়তনে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া তিনদিনব্যাপী মন্ত্রী পর্যায়ের ই-নাইন সম্মেলন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, উন্নয়নশীল নয়টি জনবহুল দেশের ফোরাম ই-নাইন ইউনেসকোর সবার জন্য শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করছে। এবার মন্ত্রী পর্যায়ের ১১তম সম্মেলন রোববার সকালে হোটেল রেডিসনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষার্থীর শরীরের ওপর হেঁটে যাওয়ার ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়।
সম্প্রতি চাঁদপুরের হাইমচর, জামালপুর ও নরসিংদীতে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক