চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে আজ রোববার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রলীগ। ছবি : এনটিভি
সদ্য গঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে আজ রোববার সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের একাংশের নেতারা।
সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক অহিদুজ্জামান অহিদ। এ সময় উপস্থিত ছিলেন বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক অভিষেক সাহা নিলম, সোহেল রানা, সহ-সম্পাদক লেলিন প্রামাণিক।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৯ মে কেন্দ্র থেকে সাকিউল ইসলামকে সভাপতি, আরিফুর রেজা ইমনকে সাধারণ সম্পাদক ও মারুফ আহম্মেদ শাওনকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্যের কমিটি ঘোষণা করা হয়, যা সম্পূর্ণ অবৈধ ও অগঠনতান্ত্রিক।
সম্মেলনে গঠিত কমিটিকে প্রত্যাখ্যান এবং তা বাতিলের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ