মংলা থেকে ট্রলারসহ সাত জেলেকে অপহরণ
মংলার পশুর নদ থেকে দুটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। আজ ভোরে নদের জয়মনি এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
জেলে-মহাজন সূত্রে জানা যায় শনিবার ভোরে মাছ ধরার সময় জেলেদের ওপর হামলা চালায় বনদস্যু সুমন বাহিনী। এ সময় দুই দফা হামলা চালিয়ে দস্যুরা মুক্তিপণের দাবিতে দুটি ট্রলারসহ সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় বনদস্যুরা আশপাশে থাকা অন্যান্য মাছের ট্রলারেও লুটপাট চালায়।
অপহৃত জেলেদের বাড়ি মংলার মালগাজী, পাকখালী ও বাগেরহাটের রামপালের উলুবুনিয়া গ্রামে। দস্যুরা ট্রলারপ্রতি ৫০ হাজার ও জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করেছে বলেও জেলে ও মহাজনরা জানিয়েছেন।
এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. কর্নেল আলাউদ্দিন জানান, তিনি জেলে অপহরণের খবর শুনেছেন। কোস্টগার্ডের চাঁদপাই রেঞ্জকে অবহিত করা হয়েছে, অপহৃত জেলেদের উদ্ধার করতে অভিযান পরিচালনা করছেন তাঁরা।

আবু হোসাইন সুমন, মোংলা