শেরপুরে র্যাবের অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন গ্রেপ্তার
শেরপুরে একটি শুটার গান ও এক রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোরে জেলা সদরের ভাতশালা ইউনিয়ন থেকে কামাল হোসেন নামে এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। কামালের বাড়ি শেরপুর জেলা সদরের গণই মমিনাকান্দায়। র্যাবের দাবি কামাল অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত।
বৃহস্পতিবার দুপুরে র্যাব ১৪ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি ১ এর কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গ্রেপ্তারের বিষয়ে জানান, তাদের কাছে খবর ছিলো মাদক ও অস্ত্র ব্যবসায়ী কামাল শেরপুর জেলা সদরের ভাতশালা গ্রামের জনৈকা সাবিনার বাড়িতে অবস্থান করছে। এর প্রেক্ষিতে র্যাব অভিযান চালালে সাবিনার বসতঘর থেকে কামালকে গ্রেপ্তার করা হয়। এ সময় কামালের স্বীকারোক্তিতে ওই বসত ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাবের অভিযানিক দল।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, কামাল দীর্ঘদিন ধরেই মাদকের ব্যবসা করে আসছে। কামালকে শেরপুর থানায় সোপর্দ করে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।

কাকন রেজা, শেরপুর