মনপুরায় ট্রলারে জাহাজের ধাক্কা, দুই জেলের মৃত্যু
ভোলার মনপুরায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনায় ১১ জেলে ডুবে গেলে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
ট্রলারডুবির ঘটনায় মৃত জেলেরা হলেন- মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। তাঁদের বাড়ি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে।
নিখোঁজ জেলে হলেন ওই ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।
চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে মাছ শিকার অবস্থায় জাহাজের সঙ্গে ট্রলারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করা অপর ট্রলারের মাঝি মো. কামাল স্থানীয় সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটি ডুবে যাওয়ার সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার আট জেলেকে উদ্ধার করে। পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করেছে। কিন্তু সাগরে নিখোঁজ থাকা এক জেলেকে অনেক খোঁজার পরও সন্ধান না পাওয়ায় জীবিত আট জেলে ও মৃত দুই জেলের লাশ নিয়ে মনপুরার উদ্দেশে কামাল মাঝির ট্রলার রওয়ানা হয়েছে।
এ ব্যাপারে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ সাংবাদিকদের জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)