ভৈরবে মিছিল শেষে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনি মিছিল শেষে বাড়ি ফিরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর এক সমর্থক মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে নির্বাচনি প্রচারণার শেষ দিনে এ ঘটনা ঘটে।
মৃত সমর্থকের নাম হেলিম মিয়া (৩৮)। তিনি কালিকাপ্রসাদ ইউনিয়নের চরেরকান্দা গ্রামের হাকি মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. লিটন মিয়ার চশমা প্রতীকের শেষ গণমিছিল হয়। হেলিম মিয়া মিছিল শেষে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন। এরপর তাকে স্বজনরা বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে নির্বাচনি গণমিছিল শেষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কারও কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।’

মোস্তাফিজ আমিন, ভৈরব