নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল
নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউলের ফেসবুক আইডি থেকে ৫২ সেকেন্ডের একটি মিছিলের ভিডিও প্রকাশ করা হয়। ব্যানারে 'নওগাঁ জেলা ছাত্রলীগ' লেখা ছিল।
সূত্রে জানা গেছে, মিছিলটি সদর উপজেলার কোনো এক জায়গা থেকে বের করা হয়। ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধঘোষিত সংগঠনের ৫-৭ জন নেতাকর্মীর হাতে একটি ব্যানার। এ সময় কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট পরা ছিল।
তাদের হাতে মশাল ছিল এবং তারা ‘ইউনূস তুই স্বৈরাচার, অবৈধ ট্রাইব্যুনাল মানি না মানব না। প্রহসনের বিচার মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘নেতা মোদের শেখ মুজিব’ বলেও স্লোগান দিতে শোনা যায় ভিডিওতে।
তাদের হাতে থাকা ব্যানারের লেখা ছিল- ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’। এর নিচে লেখা ছিল, ‘অবৈধ, অসাংবিধানিক, ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের প্রহসন ও ষড়যন্ত্রের ক্যাঙারু কোর্ট বাতিল এবং অবৈধ ইউনূস সরকারের পদত্যাগ দাবি’।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, বিষয়টি জানা নেই। তবে চার-পাঁচ দিন আগে একটি ভিডিও নজরে এসেছিল, সেটি এটি কিনা যাচাই করে দেখতে হবে। তারপরও আমরা সতর্ক অবস্থানে আছি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

আসাদুর রহমান জয়, নওগাঁ