পাওনা টাকা চাইতে গিয়ে ভাতিজার হাতে চাচি খুন
জয়পুরহাটের সদর উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে ভাতিজার হাতে খুন হয়েছেন চাচি মাসুমা খাতুন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলতলী-পাথুরিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ভাতিজা রকিবুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মাসুমা খাতুন (৫৩) জেলা সদরের তেঁতুলতলী-পাথুরিয়া পূর্বপাড়া এলাকার মৃত সায়েদ আলীর স্ত্রী।
গ্রেপ্তারকৃত ভাতিজা রকিবুল ইসলাম টিটু (৩২) একই এলাকার আবু সুফিয়ানের ছেলে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে মাসুমা খাতুন ভাতিজা রকিবুল ইসলাম টিটুর কাছে ধার দেওয়া পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে ভাতিজা টিটু তাঁর চাচি মাসুমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় মাসুমার চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসে।
প্রতিবেশীরা রক্তাক্ত মাসুমা খাতুনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় ঘাতক ভাতিজা-টিটু গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে দুপুরে নিহতের মেয়ে বিউটি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট