ধামরাইয়ে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে মা ও দুই ছেলের মৃত্যু
ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী এবং তাঁর দুই ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও তিন জন।
শুক্রবার রাতে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—ভাড়ারিয়া ইউনিয়নের নাসির উদ্দীন খানের স্ত্রী পিয়ারা বেগম (৪৫) এবং তাঁদের দুই ছেলে—নাসিব খান (২০) ও ছোটন খান (১৮)।
আহত অটোরিকশাচালক ভাড়ারিয়া ইউনিয়নের আবুল দেওয়ানের ছেলে শাহ আলম (৩২) এবং একই এলাকার মামুনের ছেলে তুষার (২৪)। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত ছোটন খানের চাচাতো ভাই হৃদয় জানান, রাতে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকা থেকে ভাড়ারিয়ায় নিজেদের বাড়িতে আসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় উঠেছিলেন পিয়ারা বেগম এবং তাঁর দুই ছেলে। অটোরিকশায় চালকের দুই পাশে দুজন যাত্রী এবং পেছনে ছয় জন যাত্রী ছিল। অটোরিকশাটি মমতাজ মেডিকেল এলাকায় এলে অপরদিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সবাই গুরুতর আহত হন।
আহতদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক ছোটন খানকে মৃত ঘোষণা করেন। আর, গুরুতর আহত পিয়ারা বেগম এবং তাঁর আরেক ছেলে নাসিব খানকে ঢাকায় পাঠানো হয়। পরে পথে তাঁদেরও মৃত্যু হয়। অবস্থা গুরুতর হওয়ায় আহত দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

জাহিদুর রহমান