চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অলক, সম্পাদক কামাল
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শহীদুল হুদা অলক (বামে) ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনটিভির জেলা প্রতিনিধি শহীদুল হুদা অলক সভাপতি নির্বাচিত হয়েছেন। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক মো. কামাল উদ্দীন। আজ বুধবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন—সহসভাপতি নাসিম মাহমুদ, কোষাধ্যক্ষ মো. আব্দুল মালেক, নির্বাহী সদস্য মো. তসলিম উদ্দীন, আনোয়ার হোসেন দিলু, মো. মাহবুবুল আলম ও মো. আমিনুল ইসলাম।
এর আগে গত ১২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আট সদস্যের নতুন কমিটি গঠিত হয়। আজ নতুন কমিটি ঘোষণা করা হলো। নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান বিশু এই ফলাফল ঘোষণা করেন।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ