গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে তিন সংস্থা
রাজধানীর গাউছিয়া মার্কেটের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসেছে ফায়ার সার্ভিস, এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে তারা পরিদর্শনে আসেন।
ফায়ার সার্ভিসের নিউমার্কেট জোনপ্রধান বজলুর রশীদ বলেন, ‘নিয়মিত অভিযানের ভিত্তিতেই গাউছিয়া মার্কেটে এসেছি। আমাদের মূল বিষয় হচ্ছে, এখানে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কি-না সেটা দেখা। আমাদের কিছু যাচাই-বাছাই আছে। সেগুলোই করতে এসেছি।’
এ সময় গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কামরুল হাসান বাবু ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত আছেন।
এর আগে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ওইদিন দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে মাইন উদ্দিন এ কথা বলেন। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে সবার উদ্দেশে বলেন, ‘আমাদের কর্মীরা তো নিজের জীবন দিয়ে আপনাদের রক্ষা করেন, তাদেরই কেন আঘাত করা হলো, কারা আঘাত করল।’
ওইদিন বিক্ষুব্ধ জনতা অধিদপ্তরের ভেতরে প্রবেশ করে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি, ইআরসিসি ভবন ও রিসিপশন ভবন ভাঙচুর করে এবং ফায়ার সার্ভিস কর্মীদের মারধর করে। এতে ফায়ার সার্ভিসের আটজন সদস্য আহত হন। পরে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিজস্ব প্রতিবেদক