কুমিল্লায় মোটরসাইকেলসহ গাঁজা জব্দ, আটক ২
কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে মোটরসাইকেলসহ ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে এক অভিযানে তাদের আটক ও গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করে র্যাব-১১।
আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের কুমারডাঙ্গা গ্রামের মো. আব্দুল জলিল (৩৬) এবং সদর দক্ষিণের মথুরাপুর (উত্তরপাড়া) গ্রামের মো. শাহরিয়ার হোসেন জিসান (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় একটি অভিযান চালায়। মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১১ কোম্পানি অধিনায়ক উপপরিচালক তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘আটককৃত দুইজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।’
তালুকদার নাজমুছ সাকিব আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা