উখিয়ার পালংখালী সীমান্তে ব্যাপক গোলাগুলি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক
কক্সবাজারের উখিয়ায় বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পালংখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
তবে, বিজিবির সংশ্লিষ্টরা ঘটনার বিস্তারিত তথ্য না দিলেও গোলাগুলির খবর শুনেছেন বলে জানিয়েছেন।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এনটিভিকে জানান, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালীতে এ ঘটনা ঘটেছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে; এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।’
স্থানীয়দের বরাতে গফুর উদ্দিন বলেন, ‘সন্ধ্যায় পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তে বিজিবির আউটপোস্ট লক্ষ্য করে মিয়ানমারের দিক থেকে অতর্কিত গুলিবর্ষণ শুরু হয়। অন্তত ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত চলে গুলিবর্ষণের ঘটনা। পরে বিজিবির স্থানীয় বিওপির সৈনিকরা পাল্টা গুলিবর্ষণ করলে তারা সীমান্ত অতিক্রম করে চলে যায়। স্থানীয়রা জানিয়েছে গুলিবর্ষণকারীরা মিয়ানমারের একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে।’
গুলিবর্ষণের বিষয়ে বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘সন্ধ্যায় সীমান্তে গোলাগুলির খবর পেয়েছি। বিস্তারিত গণমাধ্যমকর্মীদের পরে জানানো হবে। তবে, সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যাহত রয়েছে।’

                  
                                                  ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার