বিএসসিপিএলসি’র ৯ কোটি টাকার চেক বিটিআরসিকে হস্তান্তর

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ মোট ৯ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৬৯ টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর নিকট হস্তান্তর করেছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর উপস্থিতিতে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উক্ত চেকসমূহ বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী, এনডিসি, পিএসসি (অবঃ)-এর নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবমেরিন ক্যাবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসলাম হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বিটিআরসি এবং বিএসসিপিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিএসসিপিএলসির পক্ষ থেকে তিনটি পৃথক চেক হস্তান্তর করা হয়-সাবমেরিন ক্যাবল লাইসেন্সের আওতায় রেভিনিউ শেয়ারিং বাবদ ৩,৫৯,৩১,৮৭৮ টাকা, আইআইজি লাইসেন্সের আওতায় রেভিনিউ শেয়ারিং বাবদ ২৮,৭৯,৯৭৭ টাকা, সামাজিক দায়বদ্ধতা তহবিল (সিএসআর) বাবদ ৫,১৮,৫৬,২১৪ টাকা হস্তান্তর করা হয়।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় পরিচালিত এবং পুঁজিবাজারে নিবন্ধিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিএসসিপিএলসি দেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংযোগের অন্যতম প্রধান সংস্থা। প্রতিষ্ঠানটি দক্ষতা, সুনাম ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি, সরকারের রাজস্ব আয়ে অবদান রাখার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি নিয়মিত ভূমিকা পালন করে আসছে।