পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত
মার্জার বা একীভূত প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শে ডিএসই এই লেনদেন স্থগিত দিয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) নোটিশ দিয়ে ডিএসই এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করে।
লেনদেন স্থগিত করার কারণ প্রসঙ্গে ডিএসইর সংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, আজ থেকে একীভূত প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এই পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
এদিকে গতকাল বুধবার বিকেলে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে নানা অনিয়মে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয় জানিয়ে পাঁচ ব্যাংকের সচিবদের পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে।
শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, শেয়ারহোল্ডারদের ইকুইটি এখন নেগেটিভ। তাই শেয়ার দর জিরো বিবেচনা করা হবে। এ জন্য কাউকে ক্ষতিপূরণ দেওয়া হবে না।
ভেঙে দেওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীদের প্রসঙ্গে তিনি বলেন, দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা ১০০ শতাংশ টাকা তুলতে পারবেন। বড় অংকের আমানতের ক্ষেত্রে একসঙ্গে না তুলে ধাপে ধাপে উত্তোলনের সুযোগ থাকবে। এর বিস্তারিত গেজেটের মাধ্যমে জানানো হবে।

নিজস্ব প্রতিবেদক