পুঁজিবাজারে লেনদেন শুরু সূচকের উত্থান দিয়ে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়েছে। এতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়েছে। বাকি দুটি সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ ৯ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ২৩২টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৭৮টির দাম কমেছে এবং ৬৫টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে। ডিএসইতে ১৭০ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান হয়েছে। তাদের সার্বিক সূচক ৩২ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ৪৪টি কোম্পানির মধ্যে ২৪টির শেয়ারের দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত আছে। প্রথম ৩০ মিনিটে সিএসইতে ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)