৬ মাসেই কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ হাসান
বাগেরহাটের পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদ মডেল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী মো. মাহমুদ হাসান মাত্র ১১ বছর বয়সে ৩০ পারা কোরআন মুখস্থ করে এক ব্যতিক্রমী কৃতিত্ব অর্জন করেছে। সে মাত্র ছয় মাসে কোরআনে হাফেজ হওয়ার গৌরব লাভ করেছে। মাহমুদ একটি হতদরিদ্র পরিবারের সদস্য।
আজ শুক্রবার (৭ নভেম্বর) ওই শিক্ষার্থীকে মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও সহপাঠীরা তার এই কৃতিত্বের কারণে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হবে।
মাহমুদ হাসান তার এই অর্জনের প্রতিক্রিয়ায় বলেন, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকের পরিশ্রমের জন্যই আমি আজ কোরআনের হাফেজ হতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
মাহমুদ হাসানের বাবা মো. মামুন মোল্লা জানিয়েছেন, ছোটবেলা থেকেই ছেলের ধর্মীয় শিক্ষায় আগ্রহ ছিল। শুরুতে মাহমুদ গ্রামের মসজিদে মক্তবে আরবি শেখার পরে হুজুরের পরামর্শে তাকে মডেল হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়।
মাহমুদের শিক্ষক বলেন, মাহমুদ কায়দা, আমপাড়া ও নাজেরা শেষ করে দ্রুত কোরআন শুরু করে। তার পড়ার অসাধারণ আগ্রহ দেখে শিক্ষকরাও মুগ্ধ হয়েছেন।
মাদ্রাসার পরিচালক ও কোর্ট মসজিদের খতিব, আমেরিকা প্রবাসী মাওলানা রুহুল আমীন জানান, সাধারণত পুরো কোরআন মুখস্থ করতে শিক্ষার্থীদের আড়াই থেকে তিন বছর সময় লাগে। আবার কারও চার থেকে পাঁচ বছরও সময় লাগে। কিন্তু মাহমুদের অসাধারণ জ্ঞান এবং আল্লাহর অশেষ রহমতে সে মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করেছে।
মাহমুদ হাসানের পরিবার আশা করছে, ভবিষ্যতে সে বড় আলেম হবে এবং কোরআনের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে সক্ষম হবে। দেশবাসীর কাছে মাহমুদের জন্য দোয়া চেয়েছেন তার শিক্ষক ও পরিবারের সদস্যরা।

রবিউল ইসলাম, বাগেরহাট