আপনার জিজ্ঞাসা
গোসলের সময় নাকফুলের ছিদ্রে পানি ঢোকানো কি ফরজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৭৫তম পর্বে চিঠির মাধ্যমে গোসলের সময় নাকফুলের ছিদ্রে পানি ঢোকানো সম্পর্কে জানতে চেয়েছেন মিসেস নিলুফার। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : আমি এখন নাকে নাকফুল পরি না। গোসলের সময় কি নাকফুলের ছিদ্রে পানি ঢোকানো ফরজ?
উত্তর : না, নাকফুলের ওপর দিয়ে যদি আপনি ধুয়ে ফেলেন এবং নাকের ভেতরে ধোয়া কিন্তু গোসলের জন্য ফরজ নয়। শুধু নাকের ভেতর পানি দেওয়াটাই গোসলের জন্য ফরজ। সুতরাং নাকফুলের ছিদ্রের মধ্যে আলাদা পানি ঢোকানোর দরকার নেই। নাকের ওপরের অংশে যদি পানি সম্পূর্ণরূপে ধুতে পারেন, তাহলে যথেষ্ট হয়ে যাবে। পানি দিলে ছিদ্রের মধ্যে এমনিভাবেই ঢুকে যাকে। নাকফুল খুলে পানি দিতে হবে না। এটা যদি কেউ করে, সেটা হবে অতি বাড়াবাড়ি বা অতি চর্চা করা। সে ক্ষেত্রে এটা জায়েজ নয়। ইসলাম এটাকে নিষেধ করেছে। আপনি মুখে পানি নিলেন, তার পর পানি ছিদ্রের মধ্যে গেল কি না, সেটা আপনার দেখার বিষয় নয়।

অনলাইন ডেস্ক