মালয়েশিয়ায় ইউনিভার্সিটি পুত্রায় বাংলাদেশি শিক্ষার্থীদের ইফতার
 
মালয়েশিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি পুত্রায় বাংলাদেশি শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।
স্থানীয় সময় শনিবার সেরদাংয়ে বিশ্ববিদ্যালয়ের মাহাসিসওয়া হলরুমে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (বিএসএইউপিএম) উদ্যোগে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
বিএসএইউপিএমের সভাপতি মোহাম্মাদ আবদুল বাশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মাদ মোস্তফা।
বিএসএইউপিএমের সেক্রেটারি জেনারেল মোসাম্মাৎ নূর শায়লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মাদ ইশরাক জামান।
অনুষ্ঠানের শুরুতে মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর ড. এস এম নুরুল আমীন, ড. আমিনুর রহমান, মেরিন সায়েন্সের রিসার্চ ফেলো ড. মোহাম্মাদ আমিনুর রহমান, বিএসএইউপিএম প্রতিষ্ঠাতা সভাপতি মহিউদ্দিন মাহি।
এ ছাড়া উপস্থিত ছিলেন ড. কাউসার, ড. গাউস, ড. সোহেল মাসুদ, পারসাতান সাহাবাত কাসেহ আল জান্নাহ মালয়েশিয়ার প্রেসিডেন্ট পান নূর জান্নাহ ফিরদাউস বিনতে মোসাম্মাৎ রসলি, মোহাম্মাদ রিয়াজ, মোহাম্মাদ সাহাবুদ্দিন, মোহাম্মাদ মাজেদুল ইসলাম সিরাজ, মোসাম্মাৎ জান্নাত আরা, আসমা নাজনীন শাম্মী, মোহাম্মাদ শামীম পারভেজ, নিপ্পন, নোবেল, রিঙ্কু, সাদেক, আকিব, ইসমাম, জাহেদ, সুফিয়ান, ওসমান আলী, বিএসইউএমের সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ রবিউল ইসলাম প্রমুখ।

 
                   কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
                                                  কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
               
 
 
 
