ছড়া মন চাইছে নাজিয়া ফেরদৌস ১৩:৩৩, ১৩ এপ্রিল ২০১৬ নাজিয়া ফেরদৌস ১৩:৩৩, ১৩ এপ্রিল ২০১৬ বাজছে ঢোলক, বাজছে সানাই বোশেখ এলো আর দেরি নাই। গ্রাম, গঞ্জ, শহর, নগর সবখানে তাই খুশির লহর বইছে! আকাশ বাতাস খুশির টানে ছুটছে নতুন দিনের পানে; বৈশাখীর ওই মেলায় যেতে ইলিশ এবং পান্তা খেতে, মন যে বড়ই চাইছে।