প্রশিক্ষক নিয়োগ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর
বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘টেকাব’ প্রকল্পে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১৪টি পদের মধ্যে প্রশিক্ষক (কম্পিউটার) পদে সাতজন ও সহকারী প্রশিক্ষক (কম্পিউটার) পদে সাতজনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদগুলোতে। পাশাপাশি প্রার্থীদের অপারেটিং সিস্টেম, এমএস ডস, উইন্ডোজ, এমএস অফিস, ভিজুয়াল ফক্সপ্রো, নেটওয়ার্কিং, ইন্টারনেট, এডোবি ফটোশপ, এডোবি ইলাস্ট্রেটর, এডোবি পেজমেকার, কোয়ার্ক এক্সপ্রেস, ভিজুয়াল বেসিক ও বাংলা সফটওয়্যার জানার সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা
প্রশিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে তিন বছর এবং সহকারী প্রশিক্ষক পদে আবেদনের জন্য দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে।
বেতন
প্রশিক্ষক পদে বেতন দেওয়া হবে সর্বসাকল্যে ২৫ হাজার টাকা। সহকারী প্রশিক্ষকরা বেতন পাবেন ২০ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদন করতে পারবেন আগামী ৬ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।
যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে www.dyd.gov.bd প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :


চাকরি চাই ডেস্ক