জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রোববার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
ভূমিকম্প আতঙ্কের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোববার (২৩ নভেম্বর) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবারের তীব্র ভূমিকম্পের পরপরই শনিবারও তিনবার কম্পনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপের কথা জানিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য পরিবহন বন্ধ থাকলেও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাস ব্যবস্থা চালু থাকবে। স্থগিত হওয়া পরীক্ষা নতুন সূচি অনুযায়ী নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক