উপন্যাসে রুনা লায়লার সংগীত ও সংগ্রামের চিত্র
ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লাকে নিয়ে উপন্যাস ‘মায়ার সিংহাসন’ লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মুক্তাদির। সোমবার (১৭ নভেম্বর) রুনা লায়লার জন্মদিনে প্রকাশিত হয়েছে উপন্যাসটি। উপন্যাসটিতে ফুটে উঠেছে বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন।
লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, বাংলার জনসংস্কৃতিতে রুনা লায়লার গানের প্রভাব নিয়ে গবেষণার কাজ শুরু করেছিলাম ২০২৪ সালের নভেম্বর মাসে। রুনা লায়লার ১০-২০ হাজার গান থেকে আমরা ৫০টা গান বাছাই করে গবেষণা করেছি। তার ব্যক্তিজীবন ও তার সৃষ্টি- এই দুটো জিনিসকে উপজীব্য করে আমার লেখা। তার মেয়ে তানি লায়লা তথ্য এবং ইন্টারভিউ দিয়ে অনেকটা সাহায্য করেছে।
মুক্তাদির আরও বলেন, রুনা লায়লা জনপ্রিয় শিল্পী, গুণীজন। তার গান শ্রোতার মনকে আন্দোলিত করে। যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি, যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।
এক ভিডিও বার্তায় ‘মায়ার সিংহাসন’ উপন্যাসের জন্য শুভকামনা জানিয়েছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘মায়ার সিংহাসন’ বইটি আমাকে নিয়ে লিখেছে। আমার জন্যই লিখেছে। সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ‘মায়ার সিংহাসন’ উপন্যাসটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।
উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী ইতোমধ্যে পার করেছেন সংগীত ক্যারিয়ারের ষাট দশক। কণ্ঠশিল্পী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিন শর বেশি সম্মাননায় ভূষিত হয়েছেন।

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়