চাকসু নির্বাচনের ফল আগামীকাল সকালে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সম্পন্ন করতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগতে পারে। আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ফলাফল প্রকাশ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী।
আজ বুধবার দুপুরে সাংবাদিকদের সাইদুর রহমান চৌধুরী জানান, বিশেষজ্ঞদের একটি দল পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছেন। প্রতিটি হলের ভোট গণনা তিন ধাপে সম্পন্ন হচ্ছে। তিনি বলেন, যেসব ব্যালটে ভোটাররা ভোট দিয়েছেন সেগুলো মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় এক লাখ ৪০ হাজারের মতো পাতা আমরা টেস্ট করেছি, এটা নিশ্চিত হওয়ার জন্য যে- সবগুলো পাতা যেন মেশিন পড়তে পারে।
অধ্যাপক সাইদুর রহমান বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, মেশিন সঠিকভাবে পৃষ্ঠা শনাক্ত করছে। কোনো বাইরের পৃষ্ঠা যদি মেশিনে প্রবেশ করে, তা নিরাপত্তা কোডের বাইরে হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।’
অধ্যাপক চৌধুরী আরও বলেন, ‘আমরা আশা করছি, ভোট গ্রহণ যখন শেষ হবে তখন ওএমআরগুলো ডাটা রিড করতে পারবে। আমরা ওএমআরগুলো মেশিনে স্ক্যান করার পর দ্বৈবচয়নের ভিত্তিতে পরীক্ষা করে দেখব। এতে বুঝতে পারব, আমাদের মেশিন ঠিকমতো কাজ করছে।’
ভোটের ফলাফল ঘোষণা করতে কত সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সাইদুর রহমান বলেন, ‘আমাদের যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয়, তাহলে স্ক্যানিং করতে আনুমানিক সাত ঘণ্টার ওপরে সময় লাগবে। তাহলে সাড়ে ৪টায় ভোট ক্লোজ হলে, ১৫টি ভোটকেন্দ্রের বক্সগুলো এক জায়গায় আসতে সময় লাগবে। ব্যালটগুলো ২০০ করে গণনা করে রেডি করতে সাড়ে ৬টার আগে সম্ভব হবে না। এরপর থেকে ৭ ঘণ্টা প্রয়োজন হলে বলতে গেলে পরের দিন সকাল হতে পারে।’ তিনি জানান, ভোট গণনার প্রক্রিয়াটি স্বচ্ছতার জন্য বড় পর্দায় প্রদর্শন করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনির উদ্দিন সাংবাদিকদের জানান, চাকসু ও হল সংসদ-উভয় নির্বাচনের ভোটগ্রহণ কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এবং ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ছিল।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)