৩০ মে পর্যন্ত পূরণ করা যাবে দাখিলের ফরম
মাদরাসা শিক্ষা বোর্ড। ফাইল ছবি
আগামী ৩০ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে দাখিলের ফরম পূরণ করা যাবে। আজ বুধবার রাতে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, দাখিল পরীক্ষা-২০২২ এর পরীক্ষার্থীদের বিলম্ব ফি-সহ (বিলম্ব ফি পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা হারে) অনলাইনে ফরম পূরণের সময়সীমা ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত বাড়ানো হলো। আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি দিয়ে ৩১ মে ৩০ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা এবং চূড়ান্তকরণের শেষ সময় ১ জুন।
মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে আগামী ১৯ জুন। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ৭ জুলাই। চলবে ১৯ জুলাই পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক