পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির মজুমদারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ৩টার দিকে কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ মানববন্ধন পালন করে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে সড়কের গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শতবর্ষের ঐতিহ্যাবাহী এই সরকারি এডওয়ার্ড কলেজের সুনাম সারা বাংলাদেশে রয়েছে। এই কলেজের অনেক শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিত্ব সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকবার জনসভা করেছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের অভিভাবক কলেজের বিভিন্ন তহবিলের অর্থ আত্মসাত করে আজ কলেজের সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমানে দায়িত্বরত অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির মজুমদারের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। এই অধ্যক্ষ দীর্ঘ সময় কলেজেল দায়িত্ব পালনকালে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন খাত থেকে চেকের মাধ্যমে ব্যাংক থেকে বিপুল পরিমান অর্থ উত্তলন করে তা আত্মসাত করেছেন। তিনি সাধারণ শিক্ষার্থীদের কলেজ তহবিলের জমাকৃত অর্থ আত্মসাত করে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছেন। তিনি শুধু এই শিক্ষা প্রতিষ্ঠানি নয়, গোটা শিক্ষক সমাজের মুখে কালিমা লেপন করেছেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা