খুবির দুই শিক্ষার্থীকে অনশন প্রত্যাহারের অনুরোধ সিটি মেয়রের
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীর আমরণ অনশনের চতুর্থ দিনে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা পর সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তাঁদের কাছে গিয়ে অনশন প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু তাঁরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনড় থাকেন।
গত বছর জানুয়ারিতে ছাত্রদের পাঁচ দফা দাবি আদায়ের সময় শিক্ষকদের সঙ্গে এই দুই ছাত্র অসৌজন্যমূলক আচরণ করেন বলে শিক্ষকরা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি এই দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং ছাত্র আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৪৮ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেন। এরই ধারাবাহিকতায় গত ১৯ জানুয়ারি সন্ধ্যা থেকে একই স্থানে অমরণ অনশন শুরু করেন তাঁরা। শিক্ষার্থীদের সহপাঠীরা বিভিন্ন সময় মোমবাতি প্রজ্বালন এবং দুই শিক্ষার্থীর দাবির সমর্থনে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
আজ সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনশনরত দুই শিক্ষার্থী কাছে গিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন। এ সময় তিনি তাঁদের অনশন প্রত্যাহার করে শিক্ষকদের কাছে দুঃখ প্রকাশ করার অনুরোধ জানান। কিন্তু ছাত্ররা আগে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার পক্ষে অনড় থাকেন। একইসঙ্গে শিক্ষার্থীরা কোনো চিকিৎসা নিতে হাসপাতালে যেতেও অস্বীকার করেন।
সর্বশেষ সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক শিক্ষার্থীদের বিকেল ৩টা মধ্যে দুঃখ প্রকাশ করে একটা চিঠি বিশ্ববিদ্যালয়কে দিতে অনুরোধ করেন।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা