পিরোজপুরে হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন
পিরোজপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু আকন (৪২) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মুজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ. রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫) ও পুন্ন বেগম। মামলার অপর আসামি রোজিনাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এছাড়া আ. রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা নামে তিন আসামি বিচার চলাকালীন মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুরে জমিজমা এবং সুপারি পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের হামলায় আবু আকন গুরুতর আহত হলে তাকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আ. জব্বার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।
জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।

রশিদ আল মুনান, পিরোজপুর