কসবা উপজেলা পাবলিকিয়ানের সভাপতি হিমেল, সম্পাদক শাহীন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কসবা উপজেলা পাবলিকিয়ান’-এর ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের সম্মতিক্রমে ৫ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হিমেল আহমেদকে সভাপতি এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীন আলমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তাহফিম তাজওয়ার সিয়াম (ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া), যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ সাগর (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হাসান (বরিশাল বিশ্ববিদ্যালয়)।
নবনির্বাচিত সভাপতি মো. হিমেল আহমেদ বলেন, কসবা উপজেলার যেসকল শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছেন, তাদের এক প্ল্যাটফর্মে আনাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই কসবা উপজেলায় মেধাবৃত্তি প্রদান, কুইজ প্রতিযোগিতা, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার মতো প্রশংসনীয় কাজ করে আসছে। আগামীতেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে সংগঠনটি বদ্ধপরিকর বলে জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)