শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্রের আপিল নিষ্পত্তি শুনানির পঞ্চম দিনের প্রথম ভাগে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে মোট ৫০টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪১টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের যোগ্য ঘোষণা করা হয়েছে। এছাড়া ৮টি আপিল নামঞ্জুর ও ১টি আপিল অপেক্ষমাণ (পেন্ডিং) রাখা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত রয়েছেন। আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া প্রথম দফার শুনানির পর বিকেলে দ্বিতীয় দফার শুনানি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে আজকের দুই দফায় মোট ১০০টি আপিল নিষ্পত্তি করার কথা রয়েছে ইসির। এর আগে গত চারদিনের শুনানিতে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং এক প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানির এই কার্যক্রম অব্যাহত থাকবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন যাচাই-বাছাই ও আপিল শুনানির মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের এই প্রক্রিয়া পরিচালনা করছে।

নিজস্ব প্রতিবেদক