ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের হাতাহাতি
পটুয়াখালী-৩ আসনে প্রার্থী গলাচিপা দশমিনা এলাকায় নির্বাচনি প্রচারণা চলাকালে বিএনপি জোট প্রার্থী ভিপি নুর ও স্বতন্ত্রপ্রার্থী হাসান মামুনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি সংঘটিত হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি) বিকেলে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের উপস্থিতিতে নুরুল হক নূরের পক্ষ নেওয়া কয়েকজন বিএনপিনেতা দশমিনা উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে উত্তেজনা দেখা দেয়। বহিষ্কৃত বিএনপিনেতা পটুয়াখালী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক বিএনপিনেতারা নুরের সভা থেকে বের হয়ে যান। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সাবেক জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিবলু খান দশমিনা বিএনপি অফিসের ভিতরে ঢুকলে হাসান মামুনের সমর্থক কর্মীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিলে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়। পরে তিনি বের হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কাজল বরণ দাস, পটুয়াখালী