রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। বৈঠকে সভাপতি করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, বৈঠকে কোনো নির্ধারিত এজেন্ডা না থাকলেও সবচেয়ে বড় ইস্যু হতে পারে বিএনপি চেয়ারম্যানের শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের নাম ঘোষণা। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী দলটির চেয়ারম্যানের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
বৈঠকের প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এনটিভি অনলাইনকে বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক আছে। সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।
এক প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, গঠণতন্ত্র অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের চেয়ারম্যান হয়েই আছেন। হয়তো আজকে স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনার পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

নিজস্ব প্রতিবেদক