ডেল্টা গ্রুপের চেয়ারম্যান ফারুক ও স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এ কে এম ফারুক আহমেদ ও তার স্ত্রী ফেরদৌস আরা বেগমের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
এ বিষয়ে বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, এ কে এম ফারুক আহমেদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ২ হাজার ২৫০ কোটি টাকা ঋণ গ্রহণ, ওভার ইনভয়েস ও ভুয়া এলসির মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। দুদকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ফারুক আহমেদ ও তার স্ত্রীর বিদেশ গমনে এই নিষেধাজ্ঞা জারি করেন।

আদালত প্রতিবেদক