উৎসবমুখর পরিবেশে নির্বাচন ও গণভোটে অংশ নেওয়ার আহ্বান ভূমি উপদেষ্টার
উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সোমবার (৫ জানুয়ারি) কুমিল্লা টাউন হল মাঠে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভানের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। উৎসবমুখর পরিবেশে তিনি ভোটারদের ভোট দেওয়ার এবং একইদিনে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
আলী ইমাম মজুমদার বলেন, ‘ভোটের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
জেলা তথ্য অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সুপার ক্যারাভানের শিল্পী-কুশলীদের সংগীত পরিবেশনার মাধ্যমে দর্শনার্থীদের স্বাগত জানানো হয়।
ভোটের গাড়িতে স্থাপিত এলইডি পর্দায় প্রদর্শিত নির্বাচনি ভিডিও ও দেশাত্মবোধক গান—‘আমারই দেশ সব মানুষের’, ‘তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’, ‘রেললাইনের ঐ বস্তিতে জন্মেছিল একটি ছেলে’ ও ‘সব ক’টা জানালা খুলে দাও না’—দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। প্রধান উপদেষ্টার নির্বাচনি বার্তা দিয়ে শুরু হওয়া পরিবেশনায় ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। ভোটের গাড়িটি জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে ভোটারদের সরাসরি তথ্য সরবরাহ করবে। নাগরিকদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীসহ জেলা তথ্য অফিস, জেলা নির্বাচন অফিস ও বিভিন্ন উপজেলার প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক