সাবেক স্থানীয় সরকার উপদেষ্টার এপিএসের মনোনয়নপত্র বাতিল
মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এই সিদ্ধান্ত জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের নিয়ম অনুযায়ী মোয়াজ্জেম হোসেনকে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরিত তালিকা জমা দিতে হয়েছিল। নির্বাচন কমিশন ওই তালিকা থেকে ১০ জন ভোটারের তথ্য যাচাই করার উদ্যোগ নেয়। তদন্তে দেখা যায়, তালিকায় নাম থাকা ১০ জনের মধ্যে একজন ভোটার ইতোমধ্যে মারা গেছেন। এছাড়া সাতজন ভোটার জানিয়েছেন তারা কোনো স্বাক্ষর দেননি এবং মাত্র একজন ভোটার সই করার কথা স্বীকার করেছেন।
স্বাক্ষরের অসঙ্গতি ছাড়াও মোয়াজ্জেম হোসেনের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতার সনদেও গরমিল পাওয়া গেছে। তিনি হলফনামায় নিজেকে মাস্টার্স পাস হিসেবে উল্লেখ করলেও মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করেছেন কেবল অনার্স পাসের সনদ। এসব অসংগতি ও তথ্যের সত্যতা না থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন।
এর আগে গত ২৯ ডিসেম্বর মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহ. শাহনুর জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোয়াজ্জেম হোসেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি স্বতন্ত্র প্রার্থীদের জন্য নিয়মকানুন কিছুটা কঠিন বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা এবং ভোটার তালিকা থেকে নম্বর মিলিয়ে সব কাজ সম্পন্ন করা স্বতন্ত্র প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।

জালাল উদ্দিন, মাগুড়া (মোহাম্মদপুর-শালিখা)