জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে
দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। এরই মধ্যে দেশের অন্তত ১৭টি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দেশে একাধিক শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে, যার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া মাসের কোনো এক সময়ে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকাসহ বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
কুয়াশার দাপট কোনো কোনো এলাকায় দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি তীব্র হতে পারে। তীব্র শীত ও কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে এটি প্রশমিত হতে পারে। এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার দাপট দুপুর পর্যন্ত বহাল থাকতে পারে। রোববার (৪ জানুয়ারি) থেকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে শুরু করবে। নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার ও মঙ্গলবার (৫ ও ৬ জানুয়ারি) সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে আবহাওয়া পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ শীত ও কুয়াশার এই দাপট আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

নিজস্ব প্রতিবেদক