কুমিল্লায় ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে প্রথম পর্যায়ে ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে অনুষ্ঠিত এই যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে জামায়াত নেতাসহ মোট ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে কুমিল্লা-১, ২, ৩, ৪, ৫ ও ৬ -এই ছয়টি আসনে মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ৪৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ১৬ জনের প্রার্থিতা বাতিল করা হয়।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন- কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, ওমর ফারুক, কাজী মো. ওবায়েদ উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের বড়ুয়া মনোজিত ধীমন ও জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসান।
কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্টের মো. আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাবুদ্দিন।
কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামীর মো. ইউসুফ সোহেল।
কুমিল্লা-৪ আসনে ইসলামী আন্দোলনের আ. করিম ও আমজনতার দলের মাসুদ রানা।
কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী এবং কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কামরুন্নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকা, অসম্পূর্ণ হলফনামা এবং যাচাইকারীর স্বাক্ষর না থাকার কারণেও কেউ কেউ বাদ পড়েছেন। তবে বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন। আগামীকাল শনিবার কুমিল্লার বাকি ৫টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।

মাহফুজ নান্টু, কুমিল্লা