নববর্ষ উদযাপনে আতশবাজি ও পটকা না ফোটানোর আহ্বান সরকারের
পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, লণ্ঠন ও পটকা ফোটানো পরিহার করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়ে বলা হয়, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, ফানুস ওড়ানো এবং পটকা ফোটানোর ফলে বায়ুদূষণ, শব্দদূষণ, অগ্নিকাণ্ড ও পাখির মৃত্যু ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এটি পরিহার করি।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)