খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ (ইউএন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় সংস্থাটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানায়। পাশাপাশি বাংলাদেশের জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে তারা।
বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো ওই শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।’
বার্তায় আরও বলা হয়, ‘এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছে এবং বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।’
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)