ঢাকা-১২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সমর্থিত ১৮৫ ঢাকা-১২ আসনে সাইফুল হক কোদাল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল মোশতাকসহ পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাইফুল হক বলেন, মানুষ গত ১৬ বছরে ভোট দিতে পারেনি। নির্বাচনের উৎসব মানুষ ভুলে গিয়েছিল। এবার তারা গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে প্রস্তুতি নিচ্ছে। মানুষ এবার সত্যি সত্যি ভোটের মাধ্যমে তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবেন। তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় প্রার্থী ও ভোটারদের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা ও শঙ্কা তৈরী হয়েছে। এবারের নির্বাচনে মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের ভোট দিতে আগ্রহী করে তোলা। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও ভোটারদের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে হবে।
সাইফুল হক রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে উদাত্ত আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক