ডা. জাহিদের মনোনয়নপত্র জমা দিলেন স্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের করতে দিনাজপুর-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডা. শরিফা করিম স্বর্ণা সিনিয়র নেতাদের সঙ্গে স্বামীর মনোনয়নপত্রটি দাখিল করেন। এ সময় সময় হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডা. শরিফা করিম স্বর্ণা বলেন, দেশের জনগণ দীর্ঘ দিন ধরে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। গত তিনটি নির্বাচনে নতুন প্রজন্ম ভোট দিতে পারেনি। তাই আমরা আশা করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হবে।
এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা জানান, আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। দুপুরে দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে তার স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাহিদুল ইসলাম, হিলি